আগমনী – ২ / অনিমেষ / বাংলা কবিতা /
// আগমনী – ২ // ✍ অনিমেষ প্রহর যায় দিন যায় মাস বছর গেল ওই, শরৎ এলো তবু গিরি উমা আমার এলো কই ? গৌরী মোদের এলো কই হায়গো উমা মোদের এলো কই ? শুনি যে শারদ প্রাতে মেয়ে আসে বাপের ঘরে কেমন তুমি পাষাণ গিরি মন কাঁদে না উমা তরে ? প্রাণ…