ডাঁসা পেয়ারা / তাপসকিরণ রায় / বাংলা কবিতা / উৎসব সংখ্যা /
–:: তাপসকিরণ রায় ::- ডাঁসা পেয়ারা তোমায় কিছু করতে হয়–সময় তুলে নিচ্ছে দুঃখ সুখ থেকে তুমি চাইছো একটা ডাঁসা পেয়ারা কামড়ে ধরতে বারবার পেয়ারা ও তোমার দূরত্বের ইচ্ছেগুলি জুড়ে যাচ্ছে আর শেষবার তুমি কাছে পেয়ে কামড়ে ধরলে– তার কান্নায় তুমি কেঁদে উঠলে–মনের মধ্যে একটা প্যাচ দেখে নিলে তুমি তা ছাড়াতে পারছ না কিছুতেই,…