সিঁদূরে মেঘ / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প / সংখ্যা ৩ /
সিঁদূরে মেঘ – শ্যামাপ্রসাদ সরকার – ************ আজ থেকে প্রায় হাজার বর্ষপূর্বের বঙ্গদেশে একদম যে অরাজকতা ছিল না তা নয়, তবে মূলতঃ হিন্দু প্রধান বঙ্গবাসীদের ধর্মভ্রষ্টের সাথে লুন্ঠনেরও ভয় বাকী দেশের তুলনায় কমই ছিল। কৃষিমুখী গ্রাম্য বঙ্গবাসী চাষ করত, সপ্তডিঙায় ব্যবসা বাণিজ্য করত আর কুস্তি-পাশা প্রভৃতিতে ব্যস্ত থাকত বলে যুদ্ধের খুব বেশী প্রয়োজন…