আমি ভালোবাসা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / সংখ্যা ৩ /
আমি ভালোবাসা –:: কবি – রণজিৎ মন্ডল ::– আমি ভালবাসা। আমার জাত নেই, ধর্ম নেই, রঙ নেই, আমি শুধুই তোমার আশা – আমি ভালোবাসা। আমি ভোরের কুয়াশা, শিশির ভেজা সবুজ পাতার সুপ্ত আশা – আমি ভালোবাসা। আমি সদ্য ফোটা ফুলের ওপর পাগল ভ্রমর বসা – আমি ভালোবাসা। আমি বসন্তের কোকিল, ফুটলে পলাশ লাল…