মণিকোঠার মণি চুরি / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা / / সংখ্যা ৪ /
“মণিকোঠার মণি চুরি” – শিব প্রসাদ হালদার – গর্বিত অহঙ্কারের ঘরে লজ্জা! এ লজ্জা জাতির চরম অপমান পাবে কি খুঁজে কোথাও – এ লজ্জা লুকাবার সামান্যটুকুও স্থান? আমরা মর্মাহত! রবীন্দ্র নোবেল আজ অপহৃত! সারা বিশ্বে আজ আমাদের মাথা নত আমরা শোকাহত! কার এই জঘন্য নির্লজ্জ স্পর্ধা? কে এই অপহারক? কেন এই মর্মান্তিক লুন্ঠন?…