আবার আমি আসবো ফিরে / কিশোর বিশ্বাস / বাংলা কবিতা / উৎসব সংখ্যা /
✍ কিশোর বিশ্বাস লেখক পরিচিতি :- পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। একজন সুউচ্চ মানের লেখক ও গবেষক, সমাজ সেবক এছাড়া সুদক্ষ বক্তা। ওনার সম্পর্কে যতই বলা হবে ততোই কম হবে। বাংলা সাহিত্যকে এক অনন্য মাত্রা দিয়েছেন কিশোর বিশ্বাস মহাশয়। আমরা ঈশ্বরের প্রার্থনা করি উনি সুস্থ থেকে সর্বদা আমাদের পাশে থাকুন। “আবার আমি আসবো ফিরে”…