স্বপ্ন সুন্দরী / সুমান কুন্ডু / বাংলা কবিতা / সংখ্যা ৫ /
স্বপ্ন সুন্দরী –:: সুমান কুন্ডু ::- — কেন তুমি এত সুন্দর কি এমন আছে তোমা মাঝে? যে চেয়ে থাকি তবু মুখপানে। সেদিনের সেই সোনালী দিনগুলি ভুলতে আমায়, দেয় না তোমায়। হরিন চোখের চাহনি তোমার বুকে এসে বেঁধে আমার তোমার চলার ছন্দে পড়ে যায় মন দ্বন্ধে। এলে সামনে তুমি – রুদ্ধ হয় হৃদয় স্পন্দন…