অচেনা পথ / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / সংখ্যা ৫ /
“অচেনা পথ” –:: রণজিৎ মন্ডল ::– চেনা পথ কেন অচেনা লাগে, চেনা মানুষকে অচেনা, মসৃন আজই ভঙ্গুর কেন আনন্দ কেন বেদনা। মনের কথা মুখে নেই আর চোখে ফুটে ওঠে কালো যমুনা, বিরহের ঘাটে সে যেন হাটে প্রেমের ঘাট সে চেনে না। এ কোন রাগে বাজিছে রাগিনী শুনিয়াও কেন শোনে না, রাত্রি নিশিথে কে…