ভালোবাসা কাঁদে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“ভালোবাসা কাঁদে” রণজিৎ মন্ডল সেই সুর আজও ভেসে আসে, নিশুতি রাতে আকাশের বুক চিরে মিশে যায় বাতাসে। ঘন অন্ধকারে ছেয়ে আছে প্রকৃতির সৌন্দর্য্য, কি এক কদর্য্যতা চোখে ভাসে। বিশাক্ত বাতাস, মেঘে ঢাকা আকাশ, বিদ্যুতের ক্ষনেক বিচ্ছুরনে সবুজ পাতাগুলো করে হাসফাস। আলোর হাহাকার রেখেই ঝর ঝর বৃষ্টির আকাশ, বিরহের সুর করে দেয় আরো ভারী…