অশনি সংকেত / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / সংখ্যা ৬ /
“অশনি সংকেত” –:: রণজিৎ মন্ডল ::– কিসের সংকেত আসিছে, যেন দুহাজার বিশে আরো বিশ এসে মিশিছে, পৃথিবী আমার, এই প্রকৃতি আমার, এই নদী সাগর পাহাড় সবুজ বনের বাহার, সবই যেন অট্টহাসি হাসিছে। সবই যেন বিশের কবলে হাসফাস অতিষ্ট, বিপন্ন অস্তিত্ব, মুক্তি চাই মুক্তি চাই, কাঁদিয়া কাঁদিয়া কহিছে, চাই না তোমাদের ভালোবাসা, এতো ভালোবাসা…