থমকে গেছে…/ প্রতিবিম্ব রায় / বাংলা কবিতা /
”থমকে গেছে…” প্রতিবিম্ব রায় ———————- থমকে গেছে আড্ডা মোদের থমকে খেলার মাঠ, থমকে আছে নদীর পাড়ের ব্যস্ত খেয়া ঘাট । থমকে আছে আনাগোনার নিত্য চলার পথ, হঠাৎ যেন হারিয়ে চাকা থমকে সকল রথ । থমকে গেছে উলুর ধ্বনি থমকে আছে বাসর, থমকে আছে গান বাজনার কত শত আসর । নাট মঞ্চে পড়ছে ধুলো…