সামাজিক দায় / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা / সংখ্যা ৬ /
☆★☆”সামাজিক দায়”☆★☆ ○●○●○●○●○●○●○●○●○ শিব প্রসাদ হালদার এ লজ্জা স্বীকারে যেন, লাগে আরও লজ্জা ! আমি করি বাস-সেই সমাজে, যাকে কখনও, কখনও, করতে চায় গ্রাস। আমি সদা চিন্তিত- হবে কি বিপন্ন তার মজ্জা? আধুনিক সভ্যতার চকচকে মোড়কে নির্লজ্জ সামাজিক দ্রুত অবক্ষয়ের অসহ্য কিছু নগ্ন অনাচার, অবিরত বিবেককে করে আঘাত; আহত আমি-তবুও নই হারবার। আমি…