আড়াল / উজান উপাধ্যায় / বাংলা কবিতা / সংখ্যা ৭ /
“আড়াল” –:: উজান উপাধ্যায় ::– আমাকে আড়াল দেবে পৃথিবীর গাছ.. তোমাদের কাছে এ আমার শেষ প্রার্থনা… আমার দুঃখ খুব দামি.. ওদের লুকোতে চাই আমি.. দেবে, বলো একটু আশ্রয়.. তোমরা ফিরিয়ে দিলে নদীদের কাছে যাব… ওরাও ফেরালে পাখিদের ঠোঁটে করে খড় ও কুটোর মতো উড়ে যাব.. আমার দুঃখ খুব দামি.. ওদের লুকোতে চাই আমি।…