কবিতা নক্ষত্রগামী / ডঃ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় / বাংলা কবিতা /
“কবিতা নক্ষত্রগামী” ✍ ডঃ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (উৎসর্গ: শান্তনু বন্দোপাধ্যায়) দ্বিধাপলকের মাঝে মুছে যায় জীবিতের মুখ যেন এই পৃথিবীর বিপ্রতীপে একাকী নিভৃত তুমি ছিলে দোলাচলে, যেন এক ভীত আগন্তুক যেভাবে যুবতী জানে স্পর্শে কার বেড়ে যেত শীত। আনন্দনগরী জুড়ে বাজি আর ক্ষোভের তর্জনী কুয়াশা গভীর তবু অন্ধকারে জ্বলে ওঠে দ্বীপ ভুল নামে কেউ ডাকে,…