গান মতি / অমিত ব্যানার্জী / বাংলা কবিতা / সংখ্যা ৮ /
“গান মতি” –:: অমিত ব্যানার্জী ::– ও.. সজনা গাঁয়ের মতি নাকি সজনা গাঁয়ের সতী মনসা ঝোপের তলে বসে আমি যে তোর পতি রে আমি যে তোর গতি ই..হাঃ.. হঁড়হঁড়ায়ে ক্যেইনে যাস ফঁরফঁরায়ে পলাইন যাস মনসা থানে একবারটি হোঁচট খেঁইয়ে যা মনসা ঘাটে শেতল পানি ছৈলকে ফেলে যা রে কলসী ভেইঙে যা উ..হু…. ও..সজনা…