যে কথাগুলো বলার ছিল / মৌসুমী মৌ / বাংলা কবিতা /
”যে কথাগুলো বলার ছিল” (প্রিয় কবি জয় গোস্বামীর উদ্দেশ্যে ) @মৌসুমী মৌ জানি তুমি সাংঘাতিক প্রেমিক। শব্দ দিয়ে বশ করো যত নারী ও প্রকৃতি, প্রতিটি অক্ষরমালা জানে অবৈধ্য প্রণয়ে, তারা আজও বাঁধা পড়ে মেঘেদের গ্রামে, চূর্ণী কিংবা অলকানন্দায় কিংবা ফুলপিসিমার বাড়ি । গোপনে বৃষ্টি নামাও সেদিন বুঝিনি۔۔۔ গাছেদের নাম তুমি জানো নদীরাও প্রিয়…