আজ খুশিতে / অনিমেষ / বাংলা কবিতা |
// আজ খুশিতে // ✍🏻 অনিমেষ আকাশের মুখখানি উজ্জ্বল চেয়ে দেখে পৃথিবীর পানে, ঘুরপাক খায় আজ হাওয়া মেতেছে সে জীবনের গানে। পাহাড়ের দল মাথা উঁচিয়ে ঘাস বন ওগো খুশি মাখছে, সূর্যের আলো করে ঝলমল সমুদ্র তাই কুড়িয়ে রাখছে। পাখিরাও ঘুরে ঘুরে গাইছে আনন্দে ফুল বুঝি ফুটলো, পার্বণ বুঝি আজ লেগেছে প্রজাপতি তাই এসে…