মা দুর্গতিনাশিনী / ধনঞ্জয় সাহা / বাংলা কবিতা / আগমনী সংখ্যা ৯ /
// মা দুর্গতিনাশিনী // —————————- –:: কলমে:- ধনঞ্জয় সাহা ::– পূজো মানেই নতুন জামা আমার তাতে কি? পূজো মানেই চড়া সাজ, সে, তোদের বাড়ির ঝি। পূজো মানেই পুষ্পাঞ্জলি নানান খাবার-দাবার, দূর-পাল্লার ট্রেনে চেঁপে জোগাড় বাইরে যাবার। পূজো মানেই আটপৌঢ়ে তাও হলনা একটা, পূজো মানেই পেলনা ছুটি বুল্টি, খাটে সারা বছরটা। পূজো মানেই বেপরোয়া…