শুভ পরিণয় / অনিমেষ / বাংলা কবিতা /
!! শুভ পরিণয় !! ✍ অনিমেষ মেঘের পালকি চড়ে আকাশ এসেছে মোহনায়, দিগন্তরেখা ছুঁয়ে সাগর মিলিয়ে দেবে নদীর সাথে, কথা ছিল এমনই। আকাশ বেসেছে ভালো নদীকে, তাই মায়াবী আলোয় সাজে সে, নদী সাজে আকাশের ভালোবাসার রঙে, হৃদয়ে তার আকাশের জলছবি। চোখ ভরে নদী দেখে আকাশকে, রোজ মন্ত্রমুগ্ধের মতো, যেন কতকালের চেনা। বাষ্প হয়ে মিশে…