কবিতার একটি চরিত্র / মোহাম্মদ আল্লারাখা / বাংলা কবিতা /
“কবিতার একটি চরিত্র” ✍ মোহাম্মদ আল্লারাখা সেদিন তুমি বললে তোমার অনেক কবিতা এক একজন নারীকে নিয়ে। শেলিনা সাবিলা বা অনামিকা কেউ। একটি কথা বলবো? আমি বললাম, বলো। আমাকে নিয়ে লিখবে? যদি তোমার ইচ্ছা হয়। তোমার যেমন স্বভাব কখনো কিছু পাওয়ার জন্য সরাসরি জোর করোনি অনুচ্চারিত কথায় পরিশীলিত আচরণে যা বোঝাতে চেয়েছো যা চেয়েছিলে…