ডাকাবুকো / ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প /
“ডাকাবুকো” ✍ ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় ডাকাতের মতো বুক যার তাকে ডাকাবুকো বলে।মাস্টার মশাই ক্লাসে বললেন। কথাটা শুনে ক্লাসের মধ্যেই ফিক করে হেসে উঠল অক্ষয়। মাস্টার মশাই সুদীপ্ত সান্যাল ছাত্রের দিকে তাকালেন। সুদীপ্ত সান্যাল স্যার বেশ রাশভারী মানুষ। ছাত্র ছাত্রী তাঁকে ভয় যেমন করে ভক্তিও করে। সারা ক্লাস অক্ষয়ের দিকে তাকিয়ে – ইসস। কী…