প্রায়শ্চিত্ত পর্ব / সপ্তদ্বীপা অধিকারী / বাংলা কবিতা /
### “প্রায়শ্চিত্ত পর্ব (৪)” ### ¤●¤●¤●¤●¤●¤●¤●¤●¤ –:: সপ্তদ্বীপা অধিকারী ::– ভালোবাসা হীন, ঘৃণাহীন এক অনুভূতির নির্মোচন হয় জানি আমি পৃথিবীর বায়ুস্তর একা হয়না কখনো… চেয়েছি কিংবা না চেয়েছি বলে নয় ঘূর্ণনের নিপুণ আবেশে যতবার গড়ে তোলো কুম্ভকার মিথ বারে বারে ততবারই মৃত, মৃত নিষ্প্রাণ এক অবয়ব পরে থাকে ধুলো-ধোয়া-বালি জমে তারই উপরে…