তবুও / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
☆★☆”তবুও–“☆★☆ ¤◇¤◇¤◇¤◇¤◇¤ ✍ শিব প্রসাদ হালদার যেদিন জন্ম নিল খোকা সে কি আনন্দ ! সুখবরটা জানাতে ছুটে এলো বাড়ি। পরবর্তী প্রজন্মের আগমনে- সোনার হারে,হসপিটালে প্রথম নাতির মুখদর্শন। ঠাকুমা মহাখুশী ! বাড়ি আসলে যত্নের ত্রুটি হয়নি দাদুভাইয়ের। ঠান্ডা লাগবে, তাই কড়া অনুশাসনে পালিত প্রথায় পাঁক খেয়েছে পালঙ্কে। ঠাকুমা কাশিতে কষ্ট পায়- তার নিরসনে ছোট্ট…