অভিমানী প্রকৃতি / দীপ্তি মুখার্জি / বাংলা কবিতা /
“অভিমানী প্রকৃতি” দীপ্তি মুখার্জি প্রকৃতি তুমি কত সুন্দর কেন তুমি বোঝনা কেউ তো করেনা তোমাকে অনাদর। আপন মনেতে চলো আপন ভাবে সাজো , কত আঁকাবাঁকা পথ কত রে নতুন অভিযান খোঁজো, নদী-নালা যায় বয়ে পাহাড়ের কোল দিয়ে যেন ছোট শিশু মাতৃ ক্রোরে,” তাও তুমি বলো তুমি আছো অনাদরে ” । তুমি যে অভিমানী…