কঠিন সত্যি / বিজয় কুমার রাউথ / বাংলা কবিতা / উৎসব সংখ্যা /
“কঠিন সত্যি” –:: বিজয় কুমার রাউথ ::– ফুল ফোটে ঝরে যাবারই জন্যে আমার জন্ম মৃত্যুরই কারনে ভোর হয় সন্ধ্যা নামবে বলে।। পিয়ানো একর্ডিয়ানের ঝংকার বাজে ড্রাম, ভায়োলীন, বাঁশী বার ড্যান্সার নেচে নেচে যায় হৈ হৈ করে এখানে বর্ষায় শাপলা ফুটতো আগে তখন ছিল এক গন্ডগ্রাম।। প্রেমের ফাঁদ পাতা বিশ্বে যেমন শিকারীর ফাঁদ পরিণতি…