শীত দুশমন অতি ! শুধু গরিবের প্রতি / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / বড়দিন সংখ্যা /
“শীত দুশমন অতি ! শুধু গরিবের প্রতি !” ✍ প্রেমাঙ্কুর মালাকার গান্ডেরবালে শীতের জ্বালানি জড়ো করে রাখা আছে- কনকনে শীতে নয়তো কিকরে গরিব মানুষ বাঁচে? কাশ্মীরে যতো গরিব মানুষ শীতে খায় খুব মার! প্রচণ্ড শীতে কারোর ঘরেই জ্বলেনা রুম হিটার। তাই ঘরে ঘরে আগুন পোহায় ওরা কাঠকুটো জ্বেলে; তুষার পাতেই জবুথবু প্রাণে কিছুটা…