তখন যিশু ছিলো, ভালোবাসা ছিলো / কাকলি ভট্টাচার্য্য মৈত্র / বাংলা কবিতা / বড়দিন সংখ্যা /
“তখন যিশু ছিলো, ভালোবাসা ছিলো” ✍ কাকলি ভট্টাচার্য্য মৈত্র সেই ছোটবেলায়, আলাদা কোনো বড়দিন ছিল না তবে সান্তা ছিল, কিন্তু মোজা ছিল না… কুয়াশার চাদরে জড়িয়ে, নিজেকে নিঙড়ে নিঃস্ব করতো খেজুর গাছ। আজও বুঝি করে।নগর জীবন তবুও বড়দিন খুঁজে মরে সেই সুস্বাদু দেহরস পান করে,উল্লসিত হতাম হাড় হিম করা নতুন প্রাতে। সেই দিনগুলো…