ঝড় আর হাওয়ার কান্ড / বৌধায়ন ঘোষ / শিশু বাংলা কবিতা /
“ঝড় আর হাওয়ার কান্ড” ~~~~~~~~~~~~~ ✍বৌধায়ন ঘোষ হাওয়া মাঝে মাঝে বয় কিন্তু দেখা যায় না। ঝড় বয় খুব জোরে আমাদের শক্তির পরীক্ষা নেয়। যদি ঝড় বেশি হয় তবে রোগা পাতলা মানুষকে উড়িয়ে নিয়ে যায়। হাওয়া কিন্তু মাঝে মাঝে আমাদের খুব আরাম দেয়। কিন্তু ঝড় ক্ষতিই করে বেশি অনেক অনেক গাছকে উপড়ে দেয়। আমি…