পুনর্জন্মের সহযোদ্ধা / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
☆★☆”পুনর্জন্মের সহযোদ্ধা”☆★☆ ◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇ ✍ শিব প্রসাদ হালদার যতই হুমকি আসুক-প্রাণনাশের ভয় দেখাক, তবুও; নোয়াব না মাথা। অন্যায়ের অদম্য প্রতিবাদে, প্রতিরোধ আমি গড়বোই-গড়বো। চতুর্দিকে জাগিয়ে তুলবো জ্বলন্ত প্রতিবাদের অপ্রতিহত ঢেউ। নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষকে ভালবাসতে গিয়ে, যদি নৃশংসভাবে – হারিয়ে যায় আমার ঠিকানা, আমার স্বপ্ন সার্থক হবার আগেই; যদি হয় আশা ভঙ্গ- অন্যায়ের প্রতিবাদের…