প্রতিবন্ধী / শ্যামপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
(আমরা পত্রিকার পক্ষ থেকে সবাই আপনার দ্রুত আরোগ্য কামনা করি।) প্রতিবন্ধী *********** প্রেমে অন্ধ হলাম। তার আগে যা কিছু দৃশ্যমান, স্পর্শযোগ্য! সবটুকু হাতড়ে হাতড়ে যেটুকু রূপ রস গন্ধ, ছিনিয়ে নিতে নিতে- বুকের পাপড়ি গুলো আলাদা করলাম, বৃন্ত চ্যূত হল সতেজ সুডোল দেহ থেকে! বসন্তের পলাশ ঊরুসন্ধি বেয়ে গড়িয়ে নামল, তারপর? তারপর সমস্ত সুগন্ধ পিষ্ট…