অভিনয়ের অন্তরালে / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
****”অভিনয়ের অন্তরালে” **** ~~~~~~~~~~~~~~~ ✍ শিব প্রসাদ হালদার এই দুনিয়ার নাট্যশালায় রঙ্গ বুঝা দায় ঘাত-প্রতিঘাত সহ্য ক’রে শুধু দুঃখ পায় অভিনয়ের অন্তরালে যারা এমন করে একদিন না একদিন ঠিক সবই ধরা পড়ে স্বার্থ যাদের নিত্যসঙ্গী ত্যাগে ব্যর্থ হয় জিদের মাঝে ক্ষোভ জমিয়ে করে অভিনয় নিজ মনে ভাবে ওরা ওরাই বেশি চতুর অনর্থক আত্মতৃপ্তি…