নিছক পাগলামি / অনিমেষ / বাংলা কবিতা /
// নিছক পাগলামি // ✍ অনিমেষ কিছু ইচ্ছে পক্ষীরাজের স্বপ্ন ডানা মেলতে চায় কিছু ইচ্ছে স্বপ্ন বোনে পাথর চাপা কপালটায়। ভেবেছে মন লিখবে গান সস্তা ফাঁকি জোর জুলুম বর্ণমালায় হট্টগোলে বলছে হেঁকে দোর খুলুন। ভাবনা গালে হাতটি ঠেকায় কিংকর্তব্যবিমূঢ় শব্দ ভাসে ডুব সাঁতারে ছিপের টানে তায় ধরো। অনুভূতির এক্কাদোক্কা অভিজ্ঞতার আলসেমি তারই মাঝে…