বর্বরতা / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
বর্বরতা স্বপ্না নাথ দেখেছি সেই বীভৎসতার রূপ, দেখেছি সেই রুধিরাক্ত কাল, বিগত সময়, ১৯৭১ সাল। হাতে নিয়ে প্রাণ, সনাতনীর মহা মিছিল, কোলে ভুখা শিশু, লোটা কম্বল, ত্রাসিত আননে শুধু বাঁচার সমাকুল। বর্বরতার কি নৃশংস চিত্র! এতদিনের সহযাপন, এত চেনা মুখ, একই রক্ত তবু, নয় কেউ মিত্র। শুধু ধর্মের কারণে— পারে কি প্রকারে, উদ্যত হননে? বিকৃত…