রূপবহ্নি / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
(আমরা পত্রিকার পক্ষ থেকে সবাই আপনার দ্রুত আরোগ্য কামনা করি।) রূপবহ্নি ********* ✍ শ্যামাপ্রসাদ সরকার (এক) হিন্দুকুশ পর্বতের ক্রোড়ে যে ক্ষুদ্রকায় জনপদ একদা ভারতবর্ষের ইতিহাসে অপরিচিত হইয়া মুখ লুকাইয়া ছিল একদিন তাহারই অন্দরে বিতৃষ্ণা ও প্রতিশোধের অগ্নি বহ্নিমান হইয়া উঠিতে পারে তাহা সেদিন কেহ বুঝিতে পারে নাই। হে মানবসভ্যতা! বারংবার ঘাত প্রতিঘাত…