আক্ষেপ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
“আক্ষেপ” ✍ মৃনাল কান্তি বাগচী মন আমার এখণও হারিয়ে যায় ইছামতীর তীরে ছোট্ট সেই গাঁয়। যেখানে কেটেছে মোর শৈশব ও কৈশোর সেখানকার জল, বায়ু, মাটি, সে যে আমার প্রাণের দোসর। তাকে ভুলবো কি করে? আমার সব স্বপ্ন রয়েছে তাকে ঘিরে। মাতা, পিতা,পাড়া প্রতিবেশির নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে আমার অস্থিমজ্জায়, তা ভুলতে পারিনা আমি হাজারো…