সুখশয্যায় অশোকবনে সীতা / অমিতাভ মল্লিক অমি / বাংলা কবিতা /
“সুখশয্যায় অশোকবনে সীতা” — অমিতাভ মল্লিক অমি (লালবাগ, ঢাকা) মায়ামৃগ ধরিবার ছিলনাতো মন, তুমি ঠেলে পাঠাবেই এই ছিল পন। সমুখে যে মৃগ মায়া সেগো ছিল কার? এতদিনে বুঝিছিনু- সে ছিল তোমার। জগত জীবনে জানা আদ্যোপান্ত যার, সে কি পশ্চাতে ধায় অলীক মায়ার? ভালবাসার অন্ধতা এনেছিল মোহ, ভালবাসার এ ছল নিশ্চিত সন্দেহ। পবন…