থাকবে গল্প কথারাও / সুজাতা দাস / বাংলা কবিতা /
“থাকবে গল্প কথারাও” ✍ সুজাতা দাস এখনও অবাক হবার মতো কিছু ঘটে যা বিশ্বাস করতে মন চায় না- শুকনো পাতার মর্মর ধ্বনি আজও চমকে ওঠার একটা কারন দর্শায়- জীবনমুখী গান আর জীবনানন্দের কবিতা হয়তো সরল রেখায় চলে- খুঁজতে ভালো লাগে বনপলাশীর পদাবলী অথবা লাল মাটির দেশ- হঠাৎ হারানো মনটা আজও খুঁজে চলেছে…