নৈকট্য এবং…ওই পাখিটা / মধুমিতা বসু সরকার / বাংলা কবিতা /
নৈকট্য এবং…ওই পাখিটা ✍ মধুমিতা বসু সরকার তোমার নৈকট্য! নিরাপদ আশ্রয়ের খোঁজে যে পাখি খড়কুটো দিয়ে বুনেছিল বাসা আগুনের সর্বগ্রাসে পুড়ে গেছে সব – কোথায় থাকবে বল? রমণের পর যে পাখি আশ্রয় খোঁজে তার বাসার বড় লোভ – ছিমছাম সংসারে, থাকুক না অভাব তবু ও – তুমি প্রত্যয়ের বীজ বুনতে পারোনি –…