কষ্টের গায়ে এত কাঁটা! / দেবাশীষ সান্যাল / বাংলা কবিতা /
“কষ্টের গায়ে এত কাঁটা!” ✍ দেবাশীষ সান্যাল ================ আমার চারপাশে কেউ নেই- কে শুনবে আমার প্রমত্ত বিলাপ? আমি একাকী ঘুরছি বাগানে বাগানে ফুলের মধ্যে! বুকের মধ্যে যে সব কথা দুলছে- আশরীর পোষ্টার টাঙিয়ে দিতে ইচ্ছে করছে শহরের দেওয়ালে দেওয়ালে! কষ্টের গায়ে এত কাঁটা কাকে কীভাবে বলি তা- এভাবে কি দুঃখের ছবি আঁকা শেষ…