প্রত্যাশা / ডঃ রতনশ্রী ভিক্ষু / বাংলা কবিতা /
।। প্রত্যাশা।। ✍ ডঃ রতনশ্রী ভিক্ষু আরও চাই, আরও চাই আমি সেবক সকলের সেবা করি পর্যাপ্ত নেই, ভিক্ষাই সম্বল আমার। দ্বারে দ্বারে ঘুরে বেড়াই যদি কিছু পাওয়া যায় আশায় আশায় দিনকাটাই মানুষের ভালবাসাই আমার অবলম্বন। এভাবে কত কাল অতিবাহিত করেছি সেবায় নিবেদিত আমার হৃদয় কেউ বলেছে পাগলামী, কেউ বলেছে উদ্দেশ্যপ্রবণতা আবার কেউ বলেছে…