দিন দুপুরে / ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার ) / বাংলা কবিতা /
দিন দুপুরে ✍ ড. মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার ) সুপ্তি থেকে যেদিন জেগে বাঁধলি স্নেহ মায়ায় সাত হাত মাটি শীতল হল কল্পনা সুখ ছায়ায়.. মন কাঁদে আজ বৃষ্টি ছুঁয়ে রোদ্দুর শেষের গোধূলিতে রোমান্স খুঁজে রেশমি চুলে আর ছুটি না ঘোষ গলিতে ফাগুন আগুন শীত বসন্তে লুকিয়ে মন চাইতো জানতে কেমন আছে দত্তর…