উত্তরবঙ্গ ভ্রমণ ( চতুর্থ পর্ব ) / কাকলি ঘোষ / বাংলা ভ্রমণ কাহিনী /
উত্তরবঙ্গ ভ্রমণ ( চতুর্থ পর্ব ) ✍ কাকলি ঘোষ “বহুদিন ধরে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বত মালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া_” গত কাল অর্থাৎ তেইশ তারিখে পাহাড় জঙ্গল পরিদর্শন না করে সিদ্ধান্ত নিলাম একটা দিন সম্পূর্ণ রাখব বিশ্রাম আর আশ পাশের…