আমিই গণিকা আমিই দেশ / হিমাদ্রি সাহা / বাংলা কবিতা /
“আমিই গণিকা আমিই দেশ” ✍ হিমাদ্রি সাহা আমায় যদি একটা দেশ ভাবো তাহলে আমি নির্দ্বিধায় এক গণিকা। নগ্ন দেহে উল্লাসের পর আমাকে প্রতি মুহূর্তে ফিরে যেতে হয় সুড়ঙ্গের গভীরে একা এবং ভীষণ একা। আমি তখন শ্বাস নিই, অন্ততঃ নেবার চেষ্টা করি কারণ, আবার কাল সকালে আলো ফুটলে আমার নগ্ন শরীরের মানচিত্রে শুরু হবে…