অনুত্তমা / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
অনুত্তমা ✍ শ্যামাপ্রসাদ সরকার দ্বিপ্রহর হইতে প্রবল বর্ষণে বেত্রবতী তীরস্হ প্রাচীন জনপদটি এক্ষণে প্রায় জলমগ্ন। দূরদূরান্ত হইতে ভেকের কলস্বরের শব্দ ক্রমাণ্বয়ে বারিধারার সহিত উচ্চরোলে বাজিতেছে। পথঘাট জনশূন্য। নিশিবাসরের রসিকগণ আজ অনুপস্থিত। পল্লীর স্কন্ধাবারে দীপ সকল ক্রমে স্তিমিত হইয়া আসিতেছে। নৃত্যপটিয়সীনী মালবিকা আর তাহার সখীবৃন্দ তা লইয়া বড়ই চিন্তামগ্ন হইয়া শূন্য গৃহে…