বিশ্বাসযোগ্যতা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / বড়দিন সংখ্যা /
“বিশ্বাসযোগ্যতা” ✍ মৃনাল কান্তি বাগচী নিজের দোষে হারালে বিশ্বাসযোগ্যতা সুখ হারিয়ে জীবনে নেমে আসে বিমর্ষতা। সেই ভুলের জন্য করিলে তখন বারে বারে হায় হায় কিছুই উপায় থাকেনা জীবন হয় বিষাদময়। বিশ্বাসযোগ্যতার মূল্য জীবনে অপরিসীম যে হারায় তা,সেই বোঝে তার বেদনা কত অসীম। নিজ স্বার্থের তরে এ ধরায় বিশ্বাস ভাঙার ঘটনার আছে বহু নজির,…