দুঃখের রাতি / কিশোর বিশ্বাস / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
দুঃখের রাতি ✍ কিশোর বিশ্বাস বাহির থেকে দেখলে আমায় ভিতর পানে চাইলে না।। জ্বলছে সেথায় তূষের অনল নিভবে জ্বালা এমন বাদল কোথাও যেয়ে পেলাম না বাহির থেকে দেখলে আমায় ভিতর পানে চাইলে না।। খেলতে এলে দু,দিন খেলা মিলিয়ে দিয়ে সুখের মেলা আর তো ফিরে আইলে না।। বাহির থেকে দেখলে আমায় ভিতর পানে চাইলে…