খেলাঘর সঙ্গম / ভাগ্যশ্রী রায় / বাংলা কবিতা / বড়দিন সংখ্যা /
“খেলাঘর সঙ্গম” ✍ ভাগ্যশ্রী রায় গভীর রাতের বৃষ্টি ডোবে কবিতার কাঁচাঘর সেই কবে থেকে একঘেয়ে প্রলাপের সুরে কোথাও নেই স্বাক্ষর কে দেয় কাকে আশ্রয়! কে যায় অনন্ত ঘুমে! অনুভূতিরা যারা একবার মুক্তির স্বাদ পায় তারা কি ভুলবে? খেলাঘর সঙ্গমে? –~০০০XX০০০~–