অমৃতস্য পুত্রা: / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প / বড়দিন সংখ্যা /
“অমৃতস্য পুত্রা:” ✍ কাকলি ঘোষ অখিলবাবু ভারী ভুলো মানুষ। সবকিছুতেই আজকাল বড্ড ভুল হয় তার। ডাল এর সঙ্গে ভাজা খেতে ভুলে যান, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেন এদিকে মাছ যেমনকার তেমন বাটিতে পড়ে থাকে। আগের দিন চুল কেটে এসে পরেরদিন আবার গিয়ে হানা দেন সেলুনে। ধুতি পরেন তো পাঞ্জাবি গায়ে দেন…