একুশ মাতৃভাষা / অনিমেষ / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
// একুশ মাতৃভাষা // ✍ অনিমেষ অতীত চিঠির একুশে কলম অতীতের ছোঁয়া থাক, ভালবাসা বুকে একুশ দিয়েছে ভাষা দিবসের ডাক। তোমার ভাষা আমার ভাষা আজ মিশে গলাগলি, যে ভাষা প্রথম মা চেনালো সে ভাষায় কথা বলি। একুশ মানে প্রাণের আবেগ মাঝি বাউল চাষা একুশ মানে প্রাণেরই টান বাংলা মায়ের ভাষা। মনের গোপন…