মর্গের থেকে ফেরে! মৃত্যুর কোল ছেড়ে! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
“মর্গের থেকে ফেরে! মৃত্যুর কোল ছেড়ে!” ✍ প্রেমাঙ্কুর মালাকার চিকিৎসকের মৃত্যু ঘোষণা সার্টিফিকেট লেখে- সেই মতো তাঁকে কর্মীরা নিয়ে মর্গে দিয়েছে রেখে! একটি কর্মী ওষুধ ঢোকাতে ওর পা দিতেই চিরে- চিৎকার করে ওঠে মৃতদেহ ওর জ্ঞান আসে ফিরে। চিকিৎসকের বিরুদ্ধে ওঠে চুড়ান্ত অবহেলা- কেনিয়ার সেই চিকিৎসকের রোগী নিয়ে হেলাফেলা। পিটারের ভাই সখেদে জানায়…