শূণ্য বুকে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“শূণ্য বুকে” ✍ রণজিৎ মন্ডল হারানো পথে নিঝুম রাতে খুজেছি যারে চাঁদের বুকে, আধখানা চাঁদ আবছা আলোয়, কত পাহাড় নদীর মাঝে, রয়েছে চেয়ে পরম সুখে। স্বপ্ন আমার যাকে নিয়ে, সেই যে কবে গেছে হারিয়ে, নতুন আশায় রাত জাগি হায়, ডুবলে ও চাঁদ হারাবে কোথায় আমাকে রেখে নিথর দূখে। বাতাস যদি ঝড় হয়ে…