বলা হল না / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“বলা হল না” ✍ রণজিৎ মন্ডল অনেক কথা ছিল বুকের পাজরে লেখা, বলব বলে রেখেছিলাম যতনে আমারও হয়নি দেখা, কি যে ছিল তৃষ্ণার্ত বুকের খাতায় মনের অবক্ত্য বেদনায় মাখা, তোমাকে আর বলা হল না সে কথা তুমি যে আজ মরিচীকা! শুধু মাঝে মাঝে জেগে স্বপ্ন দেখা, মেঘলা আকাশের বুক চিরে বিদ্যুৎ রেখা। আলো…