মাতাল বাঁশি / অনিমেষ / বাংলা কবিতা /
মাতাল বাঁশি ✍ অনিমেষ পাহাড়িয়া বাঁশি যখন ডাকে, রডোডেনড্রনের পাতাগুলো আবেগ মাখা পরশে ছুঁতে চায় সেই মাতালিয়া সুর। বুনো অর্কিডগুলো অবোধ শিশুর সারল্যে আধবোজা পাপড়ি মেলে নরম ঝোপের বিছানায় ঘুম ঘুম নেশায় অবাক চোখে পৃথিবী দেখে। লাজুক রঙা আপেলকে আদরে ভেজায় শিশির কণা, গালে টোল পড়া আপেল উজাড় করে দিতে চায়…