অমৃত যজ্ঞভূমি / মনিকা বড়ুয়া / বাংলা কবিতা / বসন্ত সংখ্যা /
অমৃত যজ্ঞভূমি ✍ মনিকা বড়ুয়া আমিই কাদম্বিনী – প্রথমা মহিলা ডাক্তার আমিই সরোজিনী – প্রথমা মহিলা রাজ্যপাল আমিই অরুণা আসফ আলি – যার হাতে প্রথম লেনিন শান্তি পুরস্কার। আমিই ম্যাডাম কুরী – বিশ্ববিজ্ঞানে দুইবার নোবেলজয়ী। আমারই রক্তে খনা, লীলাবতী সাবিত্রী, অরুন্ধতী মৈত্রেয়ী, মাতঙ্গিনী। আমরাই রক্তে নাচে সুনীতা, লতা, ইন্দিরা। আমারই রক্তে রিজিয়া, মালালা,…