অভিসার / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
“অভিসার” ————– ✍ শ্যামাপ্রসাদ সরকার মন ভাল নেই সত্যেনবাবুর। আর সেটার কারণগুলোও আবার আপাতভাবে খুবই অদরকারি। বাজার থেকে ফেরার সময় দুম্ করে আঠাশটা টাকা পকেট থেকে কখন যে পড়ে গেল! তার ওপর রাস্তার ওপর পাথরে একটা হোঁচট খেয়ে পায়ের চটীটাও ফস্ করে ছিঁড়ে গেল। ডানপায়ে একটা পেরেক বা কাঁচের টুকরো ফুটেছে বোধহয়।তাই…