রূপের অহংকার / সোমনাথ প্রামানিক / বাংলা কবিতা /
রূপের অহংকার ✍ সোমনাথ প্রামানিক কুসুম কলি নামটি আমার, গলায় মনিহার, সবাই বলে আমার নাকি সাজেরি বাহার! কপালেতে একটি টিপ নামে চন্দ্রকলা, সবাই বলে আমি নাকি রূপসী এক বালা! একটু কাজল দু নয়নে আমি যখন আঁকি, সবাই বলে তোমায় এখন নজর দেওয়া বাকি। গোলাপ পাপড়ি ঠোঁটটি আমার গৌরবর্ণ রঙ, সবাই বলে দেখতে ভালো…