কমল কলি / অনিমেষ / বাংলা কবিতা /
কমল কলি ✍ অনিমেষ নীল সায়রে আজ কলি ফুটেছে, মুক্তির আলোয় ধোওয়া আলতা রাঙা কমল কলির ঘুম ভেঙেছে। আদরিনী লাজুকলতা তাইতো চেয়ে কলির পানে অবাক মানে। খুশিতে আজ কলমিলতা যায় রেখে যায় মুক্তোদানা পদ্মপাতায়। আকাশ বুঝি চিলের ঠোঁটে ভালোবাসার স্বপ্নগুঁড়ো তাই মিশালো মুক্তোদানায়। সেই হীরাতেই মালা গেঁথে কবিতার ওই গালচে পেতে সাজবে গো…