কাদম্বরী, তোমাকে / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
কাদম্বরী, তোমাকে ✍ শ্যামাপ্রসাদ সরকার মনে পড়ে? প্রিয় সবুজপাড় হলুদ বালুচরী তেতলার ছাতের সেই লুকোচুরি ! মরসুমী ফুল কেদার- বেহাগ সন্ধেবেলার সুগন্ধী সোহাগ ! তোমাদের কবিতাবাসর? কাদম্বরী? কোথায় তোমার প্রাণভোমরা? বিষের কৌটো! মেহগনী খাট, বন্ধ দূয়ার এলিয়ে চুল লুটিয়ে তুমি কোথায় পাড়ি? ‘শেষ নাহি যার! সবই তো ছিল দেউড়ী দালান লক্ষ লোকের…