চেরাপুঞ্জির মেঘ!বুক ভরা উদ্বেগ / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
চেরাপুঞ্জির মেঘ!বুক ভরা উদ্বেগ ✍ প্রেমাঙ্কুর মালাকার ভাড়াটে বললো,”জল থই থই, ঘরের ভেতর সারা! কোন কারচুপি, করেই বলুন, দিলেন এঘর ভাড়া?” -“ঘর ভাড়া দেই, সে সময় বলি, কানে কানে ফিসফিস – টাকা কম নেবো,হোটেলে জলের, ব্যাবস্থা অহোনিশ!” -“আপনার ঘরে,শুধু খেলাকরে, চেরাপুঞ্জির মেঘ! হড়পা বানেই, মারবে ডুবিয়ে, বুক ভরা উদ্বেগ!” -“আমার ঘরের, এতো বদনাম!…