মহাসিন্ধুর ওপার থেকে / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প / বর্ষবরণ সংখ্যা /
মহাসিন্ধুর ওপার থেকে ✍ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় সমগ্ৰ বিশ্বমানবতার যে সমুদ্র তার মধ্যে এক একটি মানুষ একটি খন্ড নৌকা।সকলেই পাড়ি দিচ্ছে এই মহাসমুদ্রে।এই চলমানতা অবিচ্ছেদ্য।আপাত এই চরৈবেতির মধ্যে ঘটে চলেছে কত ঘটনা কিংবা দুর্ঘটনা।কখনও শান্ত সমুদ্রে দাঁড় বাওয়া,আবার এই জলপথে বা জীবনের পথে আসে সামুদ্রিক ঝড়।উথাল পাথাল করে দেয় সবকিছু।তবু জীবনের গান বন্ধ…