বর্ষবরণ / অনিমেষ / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
// বর্ষবরণ // ✍ অনিমেষ চৈতি রাতের শেষে সময়ের কোল থেকে টুপ করে খসে পড়ে গেল একটা বছর। ক্যালেন্ডারের পাতা জুড়ে তারিখের ঘর মেপে এক্কাদোক্কা খেলা একটা গোটা বছর। অকাল মৃত্যু, নক্ষত্র পতন, পরিযায়ী, সাধু-চোর, রাজা-রাণীর গল্পে ভেজা জরাজীর্ণ একটা বছর। পেয়ালা পিরিচ আর চায়ের কেতলির সুরে সুর মিলিয়ে বসন্ত দূত জানিয়েছে ঝরা…