যত্তসব / চন্দ্রাণী গোস্বামী / বাংলা কবিতা /
যত্তসব ✍ চন্দ্রাণী গোস্বামী তিসিফুলের মতো ছিল তার ঠোঁটের রঙ। কমলাকান্তের মতো তার উজ্বল শরীরে খেলত শ্যাম পাখিটির মতো নিরাতঙ্ক চোখ। আমার মুঠোয় জোনাক ভরে দিয়ে বলেছিল, “হিজাবের দিনেও বক্ষলগ্ন থেকো। আমার অধরে বেড়ে দিও তোমার তিলফুলের হাসি।” হিসাব তবুও মেলে না। শুধু মনে পড়ে সেই মানুষটির কথা। তিস্তা নদীর পাড়ে…