চারকড়ি মুহুরী / সোমনাথ প্রামানিক / বাংলা কবিতা /
চারকড়ি মুহুরী ✍ সোমনাথ প্রামানিক মুহুরী বাবুর পেটটি মোটা ছাড়েন যে আরিমুড়ি , আলসেমিতে জগৎ জুড়ে নেইকো তাহার জুড়ি । ষাটের ঘরে পা রেখেছেন সঙ্গে মস্ত ভুঁড়ি , পরের মাথায় কাঁঠাল ভেঙে করেন যে মাতব্বরি। সকাল বেলায় টিফিনে খান মুড়ি আর তরকারি , না পেলে বলেই ফেলেন ভাল লাগেনা ধুৎতেড়ি। দুপুর বেলায়…