খোলা চিঠি / কাকলি ঘোষ / রবিপক্ষ /
খোলা চিঠি কাকলি ঘোষ শ্রীচরণেষু রবিঠাকুর, তোমাকে শ্রীচরণেষু লিখতে ইচ্ছে করে না। কেমন যেন পর পর শোনায়। তুমি তো সত্যিই আর কিছু পর নও আমার কাছে—– আমার সমস্ত চিন্তায় , মননে, শিক্ষায়, সৃষ্টিতে তোমারই অপ্রতিরোধ্য পদধ্বনি। “সহজপাঠ” এর হাত ধরে বেড়া ডিঙিয়ে ডিঙিয়ে যেদিন “শেষের কবিতা ” য় এলাম মনে হোল হৃদয়…